Home / খবর / উত্তরবঙ্গ / সমাজসেবার বার্তা দিয়ে বিয়ের কার্ড

সমাজসেবার বার্তা দিয়ে বিয়ের কার্ড

দক্ষিন দিনাজপুর,২১ ফেব্রুয়ারিঃ সাধারনত বিয়ের কার্ডে থাকে নব বর-বধূ সহ তাদের বাবা-মায়ের নাম এবং বিয়ের দিন তারিখ।কিন্তু আপনি কখনো এমন কার্ড দেখেছেন যেখানে সমাজসেবামূলক কথা লেখা রয়েছে?এমনই এক বিয়ের কার্ড তৈরি করিয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকার শ্যামপুরের বাসিন্দা অর্জুন মন্ডল।
আগামী শুক্রবার অর্জুন মন্ডলের বিয়ে।তবে বিয়ের কার্ড নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে আত্মীয়-পরিজন মহলে।
বিয়ের কার্ডে রক্তদান, বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার সাথে বেশকিছু হেল্পলাইনের নম্বর রয়েছে।চাইল্ড হেল্পলাইন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড, বিভিন্ন থানার নম্বর রয়েছে।অর্জুন মন্ডলের বিয়ের কার্ডটি সকলের নজর যেমন কেড়েছে তেমনি প্রশংসাও কুড়িয়েছে।

 

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …