Home / উত্তরবঙ্গ / ধূপগুড়িতে আগুন পোহাতে গিয়ে শরীরের পেছনের অংশ পোড়ালেন মহিলা

ধূপগুড়িতে আগুন পোহাতে গিয়ে শরীরের পেছনের অংশ পোড়ালেন মহিলা

ধূপগুড়ি,১২ জানুয়ারিঃ আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন মহিলা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাতভেন্ডী এলাকায়।জানা গিয়েছে,অগ্নিদগ্ধ ওই মহিলার নাম মরিয়ম নেসা(৫৫)।

জানা গিয়েছে,কনকনে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে আজ সকালে বাড়িরই উঠোনের মধ্যে আগুন জ্বালিয়ে তা পোহাচ্ছিলেন মরিয়ম।সেইসময় আচমকা তার শাড়িতে আগুন লেগে যায়।এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় মরিয়মের শরীরের পেছনের কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।   

Check Also

২০ সেপ্টেম্বর খুলতে চলেছে ডুয়ার্সের কুমলাই চা বাগান

ডুয়ার্স,১৯ সেপ্টেম্বরঃ অবশেষে খুলতে চলেছে গত তিনবছর ধরে বন্ধ থাকা ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চা …