Breaking News
Home / উত্তরবঙ্গ / এসএসবি’র তরফে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

এসএসবি’র তরফে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

খড়িবাড়ি,১৬ নভেম্বরঃ এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়নের তরফে ঝালা বস্তির সখুয়া বাগানে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।শিবিরে মানুষের পাশাপাশি পশুদেরও চিকিৎসা করা হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডেন্ট দিনেশ ভগত নেগি,উপ সেনানায়ক অঞ্জয় কুমার রজক সহ অন্যান্যরা।

উক্ত শিবিরে প্রায় ২০০ জন মানুষ ও ১৬০ টি পশুর চিকিৎসা করা হয়।এছাড়াও বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

Check Also

অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের তরফে শিলিগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ আগামী ১৯ এবং ২০ জানুয়ারি অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের তরফে শিলিগুড়িতে …