মালদা,১৭ জুলাইঃ স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গাজোলের ধুলাউড়ি গ্রামে।ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।মৃতার নাম পানো মুর্মু(৪৫)।
সূত্রের খবর,অভিযুক্ত স্বামী জেঠা টুডু দাদনে ভিন রাজ্যে মজুরের কাজ করেন।কয়েকদিন আগে ভিনরাজ্য থেকে কাজ করে ফিরেছে অভিযুক্ত জেঠা।মঙ্গলবার রাতে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যান জেঠা টুডু এবং তার স্ত্রী।রাত ৯টার দিকে জেঠা স্ত্রীকে না বলেই বাড়ি ফিরে আসে।তখনও আত্মীয়ের বাড়িতেই ছিলেন পানো মুর্মু।পরে স্বামীকে দেখতে না পেয়ে বাড়ি আসতে চান।কিন্তু অন্ধকারে একা আসতে ভয় লাগে বলে গ্রামের কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসেন।ওই যুবকেরা সব ছেলের বন্ধু।
এদিকে বাড়ি ফিরতেই সন্দেহ করতে শুরু করে স্বামী।চলে বচসা।অভিযোগ,সেইসময় জেঠা হাতের কাছে থাকা কোদাল তুলে পানোর বাঁ কানের দিকে আঘাত করেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় পানো মৃত্যুর।