Home / উত্তরবঙ্গ / জোড়া আত্মহত্যা! গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দেহ

জোড়া আত্মহত্যা! গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দেহ

শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর- শিলিগুড়ির ফাঁসিদেওয়া থানার বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টার এলাকার মাদাতি এলাকায় একটি গাছ থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।  ঘটনা ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। তাদের পরিবারের খোঁজে তল্লাশি চলছে।

Check Also

খড়িবাড়ি হাইস্কুলে মকড্রিলের আয়োজন

খড়িবাড়ি,১০ অক্টোবরঃ বুধবার খড়িবাড়ি হাইস্কুলে মকড্রিলের আয়োজন করা হল।আপাতকালীন অবস্থায় কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে …