প্রবল বৃষ্টিতে বেড়েছে তোর্ষা নদীর জলস্তর, দলসিংপাড়ায় ভেঙে গেল ২৫০ মিটার নদী বাঁধ

আলিপুরদুয়ার, ২০ আগস্টঃ প্রবল বৃষ্টিতে বেড়েছে তোর্ষা নদীর জলস্তর।এরফলে জলের স্রোতে ভেঙে গেল কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুরবস্তি এলাকার ২৫০ মিটার নদী বাঁধ।বাঁধ ভেঙে যাওয়ায় নদীর জল রণবাহাদুরবস্তি গ্ৰামে প্রবেশ করতে শুরু করেছে।এরফলে চিন্তিত গ্ৰামবাসীরা।


জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তোর্ষা নদী।এরফলে শুক্রবার সকালে নদীর বাঁধ ভেঙে  যায়।ইতিমধ্যে তোর্ষা নদীর জল নীলপাড়া রেঞ্জের সংরক্ষিত বানাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।ক্রমাগত ভাঙ্গনের ফলে জঙ্গলের বহু গাছও নদীর স্রোতে ভেসে গিয়েছে।এই পরিস্থিতিতে শীঘ্রই এলাকায় আপতকালীন মেরামতের কাজ করার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দলসিংপাড়া উপপ্রধান শম্ভু জয়সওয়াল জানান, শীঘ্রই ব্যবস্থা গ্ৰহণ না করলে খুব ক্ষতি হবে।আমরা সেঁচ দপ্তর ও কালচিনি ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *