Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস থেকে উদ্ধার প্রচুর শব্দবাজী

ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস থেকে উদ্ধার প্রচুর শব্দবাজী

ধূপগুড়ি, ১১ অক্টোবরঃ ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস থেকে উদ্ধার হল প্রচুর শব্দবাজী।

বুধবার দুপুরে ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসের যাত্রী শেডে দীর্ঘ সময় পড়ে থাকা পাঁচটি বড়ো বাক্স দেখে সেগুলি সেখান থেকে সরানোর কথা মাইকে ঘোষণা করেন টার্মিনাসের কর্মীরা।সেই ঘোষণা শুনে সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত হয় টার্মিনাসে।এরপরই খবর দেওয়া হয় থানায়।

দাবীহীন বাক্স মেলার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ কর্মীরাও।এরপরই বাক্সগুলি থেকে উদ্ধার করা হয় শব্দবাজী।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,সম্ভবত কোন যাত্রীবাহী বাসে করে সেগুলি নিয়ে আসা হয়েছিল ধূপগুড়িতে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

ইন্টার কলেজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

নকশালবাড়ি,১৬ ফেব্রুয়ারিঃ নকশালবাড়ি কলেজ ময়দানে আয়োজিত ইন্টার কলেজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হল আজ।প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল …