Home / খবর / General / ভেঙে পড়ল নেপাল সেনার হেলিকপ্টার,মৃত ২  

ভেঙে পড়ল নেপাল সেনার হেলিকপ্টার,মৃত ২  

বুধবার সকালে মুক্তিনাথ সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল নেপাল সেনার একটি হেলিকপ্টার।ঘটনায় মৃত্যু হয়েছে দুজন পাইলটের।জানা গিয়েছে,মৃতদের নাম কিরণ ভট্টারাই ও আদিত্য নেপালি।

সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি সুরখেতের হুমলা থেকে সিমিকোটে যাচ্ছিল।মুক্তিনাথ সংলগ্ন এলাকায় প্রায় ১২,৮০০ ফুট ওপর থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।মকাল এয়ার সার্ভিসেসের এই হেলিকপ্টারটি কার্গো ও প্যাসেঞ্জার সার্ভিসের জন্য ব্যবহার করা হত বলে জানা গিয়েছে।

Check Also

সভার মঞ্চ তৈরি নিয়ে তৃণমূল-বিজেপি’র রাজনৈতিক লড়াই কোচবিহারে

কোচবিহার,৫ এপ্রিলঃ ‘বিকেল ৫টার মধ্যে রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর সভার মঞ্চ তৈরির জন্য প্রশাসনের তরফে কোনোরকম …