Home / খবর / উত্তরবঙ্গ / দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ, ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা

দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ, ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা

ইসলামপুর,১৭ মেঃ দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ।অবশেষে ভোট বয়কটের ডাক দিলেন ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বানানি গ্রামের বাসিন্দারা।এলাকাবাসীদের অভিযোগ,বেশ কয়েকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোন সুরাহা মেলেনি।

জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে ঝড়ের ফলে গ্রামে বিদ্যুতের তার ছিড়ে যায়।যার জেরে দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।অভিযোগ, এই বিষয়ে স্থানীয় নেতা ও বিধায়ককে বলা সত্ত্বেও কোন সুরাহা হয়নি।পাশাপাশি বৈদ্যুতিক দপ্তর ও রামগঞ্জ ফাঁড়িতেও এ বিষয়ে জানানো হয়েছে।তাতেও কোন লাভ হয়নি।যে কারণে ইসলামপুর বিধানসভা উপ-নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়ে রামগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় ভোট বয়কটের পোষ্টার লাগিয়েছেন গ্রামবাসীরা।

প্রসঙ্গত,আগামী ১৯ মে ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচন।ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বানানি গ্রামে মোট ৬০০ ভোটার রয়েছেন।

Check Also

গয়না পরিষ্কারের নামে সোনার মালা ছিনতাই, চাঞ্চল্য জয়গাঁ’য়

জয়গাঁ,১৭ মেঃ গয়না পরিষ্কারের নামে সোনার মালা ছিনতাই করে পালাল দুই যুবক।শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারত-ভুটান …