Home / খবর / উত্তরবঙ্গ / সময়মতো মিলছে না বেতন, ভোট বয়কটের সিদ্ধান্ত এসটিএসএসইউ-এর

সময়মতো মিলছে না বেতন, ভোট বয়কটের সিদ্ধান্ত এসটিএসএসইউ-এর

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ সময়মতো মিলছে না বেতন।তাই ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন বিএসএনএল টেলিকম সিকিউরিটি ইউনিয়ন (এসটিএসএসইউ) সংগঠনের সাথে যুক্ত অস্থায়ী কর্মচারীরা।বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান সংগঠনের অস্থায়ী কর্মীরা।

তারা জানান, বকেয়া বেতন দেওয়া না হলে তাদের সংগঠন লোকসভা নির্বাচন বয়কট করবে।

এসটিএসএসইউ সংগঠনের শিলিগুড়ি জোনের সভাপতি অশোক দাস জানান, তারা এই সমস্যাটি নিয়ে এর আগে বহুবার শিলিগুড়িতে বিএসএনএল এর কার্যালয় ঘেরাও করেছিলেন এবং ধর্নায় বসেছিলেন।এছাড়াও সমস্যার সমাধানের জন্য দিল্লিতে টেলিকম বিভাগের সিএমডিকে তারা চিঠিও পাঠিয়েছিলেন।কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি।যে কারনেই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমরা।  

অন্যদিকে সংগঠনের পাহাড় জোনের সভাপতি প্রমেশ প্রধান বলেন,পাহাড়ে ১৫০ জন এবং সমতলে ২০০ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন।আমরা লোকসভা নির্বাচন বয়কটের পাশাপাশি ৮ এপ্রিল থেকে অনশনে বসতে চলেছি।

Check Also

কালিম্পঙে জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ কালিম্পঙের জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে,কালিম্পঙের …