Home / খবর / অপেক্ষা শেষ, এসে গেল দুর্দান্ত সেই ফিচার

অপেক্ষা শেষ, এসে গেল দুর্দান্ত সেই ফিচার

বহুদিনের প্রতিক্ষার অবসান। অবশেষে জনপ্রিয় হোয়াটস অ্যাপে এসে গেল সেই দুর্দান্ত ফিচার। অনেকেই এতোদিন ভুল করে হোয়াটস অ্যাপে একজনের ম্যাসেজ অন্যজনকে পাঠিয়ে দিয়েছেন। আবার কোনও সময় বন্ধুদের জোকস পাঠিয়ে দিয়েছেন বাড়ির বড়দের। অগ্যতা তারপর মুখ লুকিয়ে ঘুরে বেরানো। যদিও এবার আর তা হবেনা।

ইতিমধ্যে হোয়াটস অ্যাপে চলে এসেছে ডিলিট মেসেজ ফরএভার অপশন। ভুল করে পাঠানো ম্যাসেজ এবার আর দেখতে পারবেন না কেউ। ধরুন কাউকে ভুল করে ম্যাসেজ পাঠিয়েছেন। এরপর সেই ম্যাসেজটি ক্লিক করে ধরে রাখুন। তারপর উপরে ডিলিট অপশনে ক্লিক করলে তিনটি অপশন আসবে। সেখানে “ডিলিট ফর এভরিওয়ান” অপশন ক্লিক করলেই আপনার ম্যাসেজ কেউ দেখতে পারবেন না। হোয়াটস অ্যাপ আপডেট করলেই নতুন ভার্সনে এই অপশন পাবেন।

Check Also

২০ সেপ্টেম্বর খুলতে চলেছে ডুয়ার্সের কুমলাই চা বাগান

ডুয়ার্স,১৯ সেপ্টেম্বরঃ অবশেষে খুলতে চলেছে গত তিনবছর ধরে বন্ধ থাকা ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চা …