জলপাইগুড়িতে দুই জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর  

জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বরঃ বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টা ৮ মিনিটে পুলিশ লাইনের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী।এরপর সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ি ক্লাব রোডে পূর্ত দপ্তরের বাংলোতে আসেন।সেখানেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিধায়ক ও নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

এদিনের বৈঠকে দুই জেলার জেলা পরিষদের সভাধিপতি, প্রত্যেক পৌরসভার বিদায়ী চেয়ারম্যান ও প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom