শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ পরনে ছিল মেয়েদের পোশাক, কপালে টিপ।এই অবস্থায় এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের দক্ষিণ শান্তিনগর এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম দীপেশ মন্ডল।শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া ছিল সে।মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।সোমবার দুপুরে বাড়িতে কেউ ছিল না।সেই সুযোগে আত্মঘাতী সে।বাড়ি ফিরে দীপেশের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।কিশোরের পরণে ছিল শাড়ি-ব্লাউজ,কপালে টিপ।ভেজানো ছিল ঘরের দরজা।ঘরের ভেতরে টিভিও চলছিল।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
পরিবার সূত্রে খবর, পড়াশোনা সংক্রান্ত কোনও সমস্যা ছিল না দীপেশের।স্বভাবেও ভালো ছিল।তবে হঠাৎ করে কেন এমন করলো তা বুঝতে পারছেন না তারা।এদিকে বছর কয়েক আগে ওই কিশোরের দাদার অস্বাভাবিক মৃত্যু হয়।এরপর ফের এই ঘটনায় ছোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
প্রসঙ্গত, কয়েকমাস আগেও শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ওই যুবকের পরণেও ছিল মহিলাদের পোশাক।