শিলিগুড়ি, ৩১ জুলাইঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শালুগাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম রজত মাহাতো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ১ কেজি মাদকদ্রব্য উদ্ধার হয়।প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান উদ্ধার হওয়া মাদক ব্রাউন সুগার।তবে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।