রাজগঞ্জ, ২০ জানুয়ারিঃ ফের পাচারের আগে উদ্ধার হল প্যাঙ্গোলিনের আঁশ। প্রায় ৪৮ কেজি প্যাঙ্গোলিনের আঁশ সহ তিনজনকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জ। ধৃতদের নাম ধরমভির ধাবি (৩৫), বাগচাঁদ ধাবি (৬৯)ও দালবিড় (৫৫)। ধৃতরা হরিয়ানা ও পাঞ্জাবের বাসিন্দা। জানা গিয়েছে উদ্ধার হওয়া আঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
বৈকুন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তীরকি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জলপাইমোড় থেকে প্যাঙ্গোলিন সহ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতরা জেরায় স্বীকার করেছে মধ্যপ্রদেশ থেকে নেপালের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশগুলি। এদের মধ্যে বাগচাঁদ ধাবি এর আগেও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার হয়েছিলো। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।