শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ দীর্ঘদিন পর অবশেষে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের সাউথ আম্বেদকর কলোনিতে হাইড্রেনের কাজ শুরু হচ্ছে।আজ শিলান্যাস করলেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক।২ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে হাইড্রেনের নির্মান করা হবে।খুশি এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ার কারণে বর্ষার সময়ে জলমগ্ন হয়ে পড়ে আম্বেদকর কলোনি।গত ৩২ বছর ধরে এই সমস্যায় পড়তে হচ্ছিল বাসিন্দাদের।দীর্ঘদিন পর এবারে ওয়ার্ডবাসীর সমস্যার সমাধান হতে চলেছে।এদিন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক হাইড্রেনের কাজের শিলান্যাস করেন।
ওয়ার্ডবাসীরা জানান, ৩২ বছর ধরে এই সমস্যায় পড়তে হচ্ছিল।নির্বাচনের আগে হাইড্রেন করার আশ্বাস দেওয়া হত এরপর নির্বাচন হয়ে গেলে সবাই ভুলে যেত।তবে এবারে ওয়ার্ডের কাউন্সিলর যে আশ্বাস দিয়েছিলেন তা পূরণ করেছেন।
এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক বলেন, আম্বেদকর কলোনি খুবই গুরুত্বপূর্ণ এলাকা।এই ওয়ার্ড থেকে অন্যান্য এলাকার জল নিকাশি হয়।নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ার কারণে জলমগ্ন হয়ে পড়তো এলাকা।আজ থেকে এলাকায় হাইড্রেনের নির্মান কাজ শুরু হয়।