শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল ওয়ার্ড উৎসব ‘নবোদয়’।
জানা গিয়েছে, এদিন এই শোভাযাত্রা জংশন থেকে শুরু হয়ে গোটা ১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে।এদিনের এই অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ এবং অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক বলেন, ওয়ার্ড উৎসব আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত চলবে। এই ওয়ার্ড উৎসবের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একে অপরের সঙ্গে থাকার বার্তা দেওয়া হচ্ছে।
