রাজগঞ্জ ৩ এপ্রিলঃ আগামী ১০ এপ্রিল রামনবমী, আর সেই উপলক্ষে ফুলবাড়িতে চলছে জোরকদমে প্রস্তুতি।প্রায় এক সপ্তাহ আগে থেকেই রাস্তায় নেমে পড়ছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।রবিবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন যায়গায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের রাম নবমী উপলক্ষ্যে গেরুয়া পতাকা ও ফ্লেক্স লাগাতে দেখা যায়।
এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রাজীব সাহা বলেন, দুই থেকে আড়াই বছর বাদে করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর আমাদের রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠান হতে চলেছে।এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান।এবারের এই রামনবমী শোভাযাত্রায় ফুলবাড়ি এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।আমাদের এই শোভাযাত্রা ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড় থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইমোড় গৌড়ি মঠ এলাকায় শেষ হবে।তার প্রস্তুতি চলছে।