শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ ১০ দফা দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের।দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুমকি দিয়েছেন সংগঠনের সদস্যরা।সংগঠনের তরফে মাসে ৩০ দিনই কাজ,সরকারি সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান,বহুদিন ধরে তারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন।করোনা পরিস্থিতিতেও তারা কাজ করেছেন।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কোভিড যোদ্ধা হিসেবে সম্মানিত করার পাশাপাশি তাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন।কিন্তু তারা ভ্যাকসিন চান না তারা কাজ চান।
সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক উজ্জ্বল দাস বলেন,‘শীঘ্রই আমাদের দাবি পূরণ না হলে বৃহতর আন্দোলনে নামব আমরা।শুধু তাই নয় দাবি পূরণ না হলে সংগঠনের ১২৬ জন সদস্য এবং তাদের পরিবারের তরফে আসন্ন বিধানসভা নির্বাচন বয়কট করা হবে’।