শিলিগুড়ি, ১৬ আগস্টঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড়সড় সাফল্য।১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করলো এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার ৩ জন।ধৃতদের নাম রশিদ শেখ, দূর্গা সোরেন এবং প্রদীপ মুন্ডা।রশিদ শেখ মালদা এবং দূর্গা ও প্রদীপ খড়িবাড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, রশিদ শেখ পিকআপ ভ্যানে করে ব্রাউন সুগার ডেলিভারি করতে আজ শিলিগুড়িতে পৌঁছায়।এই খবর পায় এসওজি।এরপরই এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।ইস্টার্ন বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে একটি পিকআপ ভ্যানের সামনে ৩ জনকে দেখে সন্দেহ হয় পুলিশের।তল্লাশি চালিয়ে দেখা যায় গাড়িটি খালি রয়েছে।সন্দেহের ভিত্তিতে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এরপরই চালকের সিটের নীচে তিনটি প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার হয়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ১০ কোটি টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রশিদ শেখ মালদা থেকে ব্রাউন সুগার ডেলিভারি করতে শিলিগুড়িতে পৌঁছায়।দূর্গা সোরেন ও প্রদীপ মুন্ডাকে ব্রাউন সুগার দেওয়ার কথা ছিল।
পুলিশ ৩ জনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছে।আগামীকাল ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।