শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ একটি বিজ্ঞপি জারি করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করিকে ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের দাবী জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
১০০ বছরের পুরোনো ১০ নম্বর জাতীয় সড়কটি সিকিম, কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করেছে।রাজু বিস্ত বলেন, এই জাতীয় সড়ক বর্তমানে পথ দুর্ঘটনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।১০ নম্বর জাতীয় সড়কের পাশেই তিস্তা নদী, আর সেই তিস্তা নদীর ওপর বেশকয়েকটি বাঁধ নির্মান হওয়ার কারণে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।সঠিকভাবে রক্ষনাবেক্ষনের অভাবে বর্ষার সময় পাহাড়ে ভাঙন ও ধস নামার মত ঘটনা ঘটছে।সাংসদ আরও উল্লেখ করেন গত ৩১ জানুয়ারি মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।গাড়িটি তিস্তায় তলিয়ে যায় এবং বেশকয়েকদিন তল্লাশি চালানোর পর মৃতদেহ উদ্ধার হয়।
মন্ত্রী নীতিন গড়করিকে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন রাজু বিস্ত।