শিলিগুড়ি,২ মেঃ রেশন নিয়ে দূর্নীতির অভিযোগ ১০ নম্বর ওয়ার্ডের রেশন ডিলারের বিরুদ্ধে।এলাকাবাসীদের অভিযোগ, রেশনে যেসকল সামগ্রী তাদের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না।
মহাকালপল্লীর এক বাসিন্দা সাগর সরকার জানান, তার বিপিএল কার্ড, তবে তাকে দেওয়া হচ্ছে না রেশন।কি কারনে রেশন দেওয়া হচ্ছে না তা জিজ্ঞেস করতে গেলেও মিলছে না কোনো উত্তর।
স্থানীয়রা জানান, ওই রেশন ডিলার বরাবরই সকলের সাথে খারাপ ব্যাবহার করে এসেছেন এবং রেশন নিয়ে জালিয়াতি করে এসেছেন।শনিবারও একই ঘটনা ঘটলে সকলে মিলে বিক্ষোভ দেখায় রেশন দোকানের সামনে।এরপর ঘটনাস্থলে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এই বিষয়ে তৃণমূল নেতা মনোজ ভার্মা জানান, কি কারনে সাধারণ মানুষ রেশন পাচ্ছে না সেটা রেশন ডিলারকে জানাতে হবে।যদি রেশনকার্ডে কোনো ভুল থাকে তবে তা এখনই সংশোধনের ব্যাবস্থা করতে হবে যাতে মানুষকে এভাবে হয়রানির শিকার না হতে হয়।