১০ টার পর বাজার খোলা, হাজির পুলিশ

শিলিগুড়ি, ১ মেঃ রাজ্যজুড়ে আংশিক লকডাউনের ঘোষনা হয়েছে।অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে জিম, সুইমিং পুল, শপিং মল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, বার।


অন্যদিকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা অবধি বাজার খোলা রাখার কথা বলা হয়েছে।যদিও আজ দেখা গেল সকাল ১০টার পর বিভিন্ন জায়গায় বাজার গুলি খোলা।যেকারণে শেষমেশ পুলিশ গিয়ে সেই বাজার বন্ধ করায়।এদিন বিধান মার্কেটেও ১০টার পরও দিব্যি চলছিল মাছ বাজার, ফল বাজার, সবজি বাজার এছাড়াও খোলা ছিল অন্যান্য দোকানগুলি।সেখানে যান পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।তারপরই ব্যবসায়ীদের সমস্ত দোকান বন্ধ করতে বলা হয়।

অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে যে আপাতত সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।তারপরেও যদি দেখা যায় নির্দেশিকা অমান্য করা হচ্ছে সে ক্ষেত্রে পুলিশের তরফে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *