শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজ নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।অনেকেই জব কার্ড পাচ্ছেন না, যারা পাচ্ছেন তাদের কাজ মিলছে না।এই অভিযোগে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের তরফে শিলিগুড়ি মহকুমা পরিষদে নোডাল অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের সহ-সভাপতি কাকলি বালা জানান, তাদের দাবী গ্রামাঞ্চলগুলির দায়িত্বে যে প্রধান রয়েছেন তাদের এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষনের ব্যবস্থা করা হোক।যাদের জব কার্ড নেই তাদের কার্ডের ব্যবস্থা করা হোক এবং যাদের জব কার্ড রয়েছে তারা যাতে সময়মত কাজ পায়।