রাজগঞ্জ, ২৮ এপ্রিলঃ কেন্দ্রের ১০০ দিনের কাজে অনলাইন পদ্ধতি চালু হতেই অসন্তোষ প্রকাশ।রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাজগঞ্জে।রাজগঞ্জের সারিয়াম এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজগঞ্জের জয়েন্ট বিডিও।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নতুন পদ্ধতি অনুযায়ী ৮ ঘণ্টা কাজ করতেই হবে এবং দুদফায় তার ছবি তুলে পাঠাতে হবে।এতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।পাশাপাশি বেতন সঠিক মত পাওয়া যাচ্ছে না।বিভিন্ন জায়গার পাশাপাশি এখানেও ঠিক সময়ে বেতন মিলছে না।৪ মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে।এই কারণে এদিন বিক্ষোভে সামিল হন তারা।
কাজের দায়িত্বে থাকা স্থানীয় সুপারভাইজার বিকি রায় বলেন, নতুন পদ্ধতিতে স্থানীয়দের কাজ করতে অসুবিধা হচ্ছে।সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং পরে আবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত দু’দফায় কাজ করতে হচ্ছে এবং প্রতিবার আলাদা করে ছবি পাঠাতে হচ্ছে।এরফলে সমস্যায় পড়ছেন স্থানীয়রা।