কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষে লাল আলোয় সেজে উঠছে অনিল বিশ্বাস ভবন

শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ আগামী ১৭ অক্টোবর কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী।


১৯২০ সালে ১৭ ই অক্টোবর রাশিয়ার তাস্কান শহরে  প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণ করে আগামী ১৭ ই অক্টোবর দেশজুড়ে এই দিনটি পালন করে থাকে সিপিআইএম।এবারে শতবর্ষ উপলক্ষে শিলিগুড়িতে সেজে উঠছে সিপিআইএম এর দলীয় দপ্তর।লাল আলো ও দলীয় পতাকায় মুড়িয়ে ফেলা হচ্ছে গোটা বিল্ডিংকে।


সিপিএমের  দার্জিলিং জেলা সম্পাদক জীবেস সরকার জানান, তাদের সংগঠনের ১০০তম বর্ষে একমাস ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *