রাজগঞ্জ,৬ জুনঃ ১০০ দিনের কাজের টাকার দাবিতে রাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল তৃণমূলের।সোমবার পানিকৌড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফাটাপুকুরে ও অন্যদিকে সুখানী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভোলাপাড়ায় মিছিল করা হয়।এদিন বহু কর্মী-সমর্থকেরা এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যের ১০০ দিনের টাকা আটকে রাখছে।ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১০০ দিনের টাকার দাবিতে মিছিল করা হচ্ছে।

