জলপাইগুড়িতে ১০০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪

জলপাইগুড়ি,১৭ জুনঃ প্রায় একশো কেজি গাঁজা সহ চার যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।


বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়কে আইসি অর্ঘ্য সরকার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়।পিকআপ ভ্যান ও অন্য একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার একাধিক প্যাকেট।দুটি গাড়ি ঘিরে ধরে পুলিশ বাহিনী।তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় একশো কেজি গাঁজা।দুটি গাড়ি থেকে মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অসম থেকে বিহারে পাচার করা হচ্ছিল গাঁজা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetjojobet girişholiganbet girişcasibom girişcasibom girişcasibom güncel adresionwinBETS 10pusulabet giriş