শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।
উল্লেখ্য, গত ৩ মাসে বাগডোগরা, মাটিগাড়া, ভক্তিনগর এবং শিলিগুড়ি থানা এলাকায় মোবাইল ফোন চুরি ও ছিনতাই এর ঘটনা বেড়েই চলছিল।এই নিয়ে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ জমা পড়ে।পুলিশ সেইসমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে।তদন্তে নেমে বিভিন্ন থানার পুলিশ প্রায় ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করে।এরপর উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে চুরি যাওয়া ফোন ফিরে খুশি হন সকলেই।