আলিপুরদুয়ার,৩ জুনঃ মাধ্যমিকে রাজ্যে দশম হয়েছে আলিপুরদুয়ারের মেয়ে সমৃদ্ধি দে।তার প্রাপ্ত নম্বর ৬৮৪।
আলিপুরদুয়ারের ইটখোলার বাসিন্দা সমৃদ্ধি দে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুলের ছাত্রী।তার সাফল্যে সমৃদ্ধির পরিবারের পাশাপাশি আলিপুরদুয়ার শহরের মানুষেরাও খুশি।
সমৃদ্ধি জানায়,এত ভালো রেজাল্ট হবে তা আশা করিনি। তবে এখন রেজাল্ট দেখে ভালো লাগছে। দিনে ৭-৮ ঘন্টা নিয়মিত পড়াশোনা করতাম।আগামীতে বিজ্ঞান নিয়ে পড়তে চাই।
সমৃদ্ধি বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৫, গণিতে ৯৯, জীবন বিজ্ঞানে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৫ এবং ভূগোলে ৯৯ পেয়েছে।ইতিমধ্যেই সমৃদ্ধিকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছেছেন অনেকেই।