শিলিগুড়ি, ১৯ মার্চঃ দীর্ঘ কয়েকবছর পর দুই মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ি এনডিপিএস কোর্ট।দুজনকে ১১ বছরের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করলেন বিচারক জিতেন্দ্র গুপ্তা।পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জুলাই বাগডোগরা থানার পুলিশ রানীডাঙ্গা রেল গেটের পাশে একটি ট্রাক থেকে ৬৭ প্যাকেট গাঁজা উদ্ধার করে।উদ্ধার হওয়া গাঁজার ওজন ছিল ৭ ক্যুইন্টাল।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালক বলকার সিং এবং সহ চালক সইদুল আলমকে।২০১৭ সাল থেকে শিলিগুড়ি এনডিপিএস কোর্টে মামলার শুনানি শুরু হয়।আদালতে মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার।পাশাপাশি ১৬ জনের সাক্ষী গ্রহণ করা হয়।
আজ দুজনের সাজা ঘোষণা করেন বিচারক জিতেন্দ্র গুপ্তা।দুজনকে ১১ বছরের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করেন তিনি।পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জরিমানা অনাদায়ে এক বছরের অতিরিক্ত কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।