১১ দফা দাবিতে রাজগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি জমা দিল সিপিএম

রাজগঞ্জ, ৯ আগস্টঃ ১১ দফা দাবিতে রাজগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি জমা দিল সিপিএম।


সোমবার সারা ভারত কৃষকসভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটুর তরফে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর স্মারকলিপি জমা দেওয়া হয়।স্মারকলিপিতে নতুন কৃষি আইন প্রত্যাহার, শ্রম কোড ও বিদ্যুৎ বিল বাতিল এবং পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়।

সংগঠনের অভিযোগ, কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে সর্বস্তরের মানুষ ক্ষতির সম্মুখিন।এছাড়া ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ঘর সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শাসকদলের দুর্নীতি ও স্বজনপোষণের জন্য সাধারণ মানুষ অতিষ্ঠ।প্রশাসন জেনেও কোনও পদক্ষেপ গ্রহণ করছে না বলে সংগঠনের অভিযোগ।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, অমূল্য রায়, মোক্তাল হোসেন, মজিদুল হক, সৌকত আলি সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş