শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ শিয়রে শিলিগুড়ি পুরভোট।মাঝে আর মাত্র কয়েকটি দিন। কে কোন ওয়ার্ডে প্রার্থী দেবেন তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহল রীতিমতো সরগরম ছিল।সোমবার শেষ হয়েছে মনোনয়ন পর্ব।
সেই মনোনয়ন পর্ব শেষ হতেই দেখা গেল ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থীই দেয়নি বামফ্রন্ট ও কংগ্রেস।বিজেপির তরফে ১১ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী পালকে প্রার্থী করা হয়েছে।অন্যদিকে উমা গোয়েলকে প্রার্থী করেছে তৃণমূল।গত কয়েক সপ্তাহ ধরে বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছিল কংগ্রেসের।কিন্তু ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয়নি বাম ও কংগ্রেস।
বামফ্রন্ট নেতা অশোক ভট্টাচার্য বলেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক বেশি তাই আমরা প্রার্থী দিতে পারিনি।তবে সেই ওয়ার্ডে আমাদের কর্মী সমর্থকেরা কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
যদিও অন্যদিকে এই বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, মনোনয়ন জমা দেওয়ার যে সময় দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট ছিল না, আমাদের প্রার্থী বাছাই করতে হিমসিম খেতে হয়েছে।১১ নম্বর ওয়ার্ডে আমরা প্রার্থী ঠিক করে রেখেছিলাম কিন্তু সময়মত মনোনয়ন জমা দিতে পারেনি।