শিলিগুড়ি,১২ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকার বিধান রোড থেকে বাপি স্টোর পর্যন্ত আনুমানিক ৪০০ মিটার রাস্তা তৈরির শিলান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
সেখানে উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, নান্টু পাল সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা।
২১০ দিনের মধ্যে এই রাস্তা নির্মানের কাজটি শেষ করার লক্ষ্য রয়েছে। এই রাস্তা তৈরিতে আনুমানিক ৪৩ লক্ষ টাকা খরচ হবে।
রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শিলিগুড়িতে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে আগামীতেও উন্নয়নমূলক কাজ করা হবে।