আলিপুরদুয়ার, ২৭ আগস্টঃ বৃহস্পতিবার রাতভর বৃষ্টির সুযোগ নিয়ে আলিপুরদুয়ার শহরে পরপর এগারোটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।উদ্বিগ্ন জেলা ব্যবসায়ী মহল।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় চুরির ঘটনা ঘটে।গতকাল রাতভর বৃষ্টির সুযোগ নিয়ে দোকানে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতিরা।শুক্রবার সকালে দোকানে এসে চুরির ঘটনা নজরে আসে ব্যবসায়ীদের।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে থানা থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে কিভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।