রায়গঞ্জ, ৬ অক্টোবরঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পাচারের আগে উদ্ধার ১২টি উট।ঘটনায় গ্রেফতার ১।
জানা গিয়েছে, গোপণ সূত্রে রায়গঞ্জের পিপল ফর অ্যানিম্যালস নামে পশুপ্রেমী সংস্থার কাছে খবর আসে যে একটি লরিতে করে উট পাচার করা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটি লরি আটক করে রায়গঞ্জ থানার পুলিশ।সেই লরি থেকে উদ্ধার হয় ১২ টি উট।ঘটনায় লরির চালককে গ্রেফতার করা হয়েছে।
উট গুলিকে হরিয়ানা থেকে কালিয়াগঞ্জের মালগাঁওতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।