শিলিগুড়ি, ১৬ আগস্টঃ আরজি করের ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টা বনধ এর ডাক দিয়েছে SUCI। আজ সকাল থেকেই শিলিগুড়ির রাস্তায় নেমেছে বনধ সমর্থনকারীরা।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুন ও গত বুধবার রাতে আরজি করে ভাঙচুরের ঘটনায় শুক্রবার বনধ এর ডাক দেওয়া হয়।
এদিন সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে SUCI, এছাড়াও বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার আবেদন জানান বনধ সমর্থনকারীরা।