শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ পাচারের আগে ১২পিস সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতের নাম নাসির আহমেদ।
জানা গিয়েছে, নাসির আহমেদ ১২পিস সোনার বিস্কুট একটি বিশেষ বেল্টে লুকিয়ে গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।তবে পাচারের আগেই সোনার বিস্কুট সহ ব্যক্তিকে গ্রেফতার করে ডিআরআই।ডিআরআই সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২ কিলো।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই।