শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ শিলিগুড়িতে আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর বিঘ্নিত হবে পানীয় জল পরিষেবা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রশাসক গৌতম দেব।পরিষেবা বিঘ্নিত হলেও বিকল্প ব্যবস্থা নিয়েছে পুরনিগম।
জানা গিয়েছে, এদিন পুরনিগমে জলদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য অলোক চক্রবর্তীর উপস্থিতিতে পানীয় জল সরবরাহ নিয়ে জরুরী বৈঠক সারেন গৌতম দেব।
শিলিগুড়ি পুরনিগম এলাকায় সুষ্ঠভাবে পানীয় জল সরবরাহের স্বার্থে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর ফুলবাড়ি ক্যানেলে মেরামত করা হবে।সেইকারনে ১৩ তারিখ অর্ধেক দিন এবং ১৪ তারিখ পুরোদিন জল সরবরাহ বন্ধ থাকবে।
এই বিষয়ে প্রশাসক গৌতম দেব বলেন, জলপরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে শহরবাসীর যাতে কোন রুপ জল কষ্ট না হয় তার জন্য বিকল্প সব ব্যবস্থাই গ্রহন করা হয়েছে।ইতিমধ্যে শহরে জল পরিষেবার জন্য ৪৫টি পিক আপ ভ্যান, ১.৫ লক্ষ জলের প্যাকেট, ৪৫টি পিভিসি জলের ট্যাঙ্ক এবং এই কাজের জন্য ৬৫ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।