শিশুকন্যা সহ ১৩ দিন থেকে নিখোঁজ গৃহবধূ, স্ত্রী ও সন্তানকে খুঁজছেন স্বামী

রাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিঃ শিশুকন্যা সহ ১৩ দিন থেকে নিখোঁজ এক গৃহবধু। হন্যে হয়ে স্ত্রী ও সন্তানকে খুঁজছেন স্বামী। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ব্যারেজ সংলগ্ন কামারভিটা গ্রামের ঘটনা।


জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম সুমনা দাস (২৬) ও মেয়ের নাম বিউটি দাস (৬)। ঘটনায় আমবাড়ি ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী।

এই বিষয়ে নিখোঁজ মহিলার স্বামী রানা দাস বলেন, আমি দিন মজুরের কাজ করি। পরিবারে স্ত্রী ছাড়াও তিন সন্তান রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ফাটাপুকুর যাবে বলে স্ত্রী ছোটো মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। আমিও কাজে চলে যাই। কাজ থেকে বাড়ি এসে দেখি স্ত্রী বাড়িতে ফেরেনি।এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরে না সুমনা। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও খোঁজ মেলেনি।পরবর্তীতে আমবাড়ি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়।কোন সহৃদয় ব্যক্তি নিখোঁজ দুজনের খোঁজ পেলে যোগাযোগ করুন 8918005159 এই নম্বরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *