বাংলা-বিহার সীমান্তে ১০ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ৩  

খড়িবাড়ি, ৯ নভেম্বরঃ খড়িবাড়ি থানার অন্তর্গত বাংলা-বিহার সীমান্তের চেকরমারিতে আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশের যৌথ উদ্যোগে নাকা চেকিং করে উদ্ধার হল ১৩০ টি সোনার বিস্কুট।এই ঘটনায় গাড়ির চালক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম মহম্মদ আফরোজ, শশীকান্ত সংকপাল ও অনিল গুমাদি।গাড়ির চালক মহম্মদ আফরোজ এর বাড়ি মাটিগাড়ার থুম্বাজোত এলাকায়।বাকি দুজন মুম্বাই এর বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি সোনার বিস্কুটের ওজন প্রায় ১৬৫ গ্রাম।উদ্ধার করা সোনার মূল্য প্রায় ১০কোটি টাকা।খড়িবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে সোনার বিস্কুট গুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।


পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ধৃত শশীকান্ত ও অনিল সোমবার সকালে একটি বেসরকারি বাসে অসম থেকে তেঞ্জিং নোরগে বাস টার্মিনাসে আসে।পরে তারা একটি ভাড়ার ছোট গাড়ি নিয়ে খড়িবাড়ি চেকরমারি হয়ে বিহারের আরারিয়ার উদ্দেশ্য রওনা দেয়।চেকরমারিতে নাকা চেকিংয়ের সময় তাদের কাছ থেকে সোনার বিস্কুট উদ্ধার করে আবগারি দপ্তর ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş