রাজগঞ্জ, ৩ জুনঃ রাজগঞ্জ ব্লকের বিভিন্নস্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান দিবস।সকাল থেকেই রাজগঞ্জ ব্লকের আকারিগছ,সেল্টারবাড়ি ও বানেভাষা গ্রামে পুজো শুরু হয়েছে।দলে দলে ধর্মপ্রাণ মানুষ আসছেন পুজো দিতে।
এই বিষয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির কমিটির সদস্য হারাধন সাহা বলেন, দীর্ঘ দুই বছর করোনার জন্য শুধু পুজো করা হয়েছিলো।এবছর বেশ জাকজমকভাবে পূজোর আয়োজন করা হয়েছে।সারদিন ব্যাপি পুজোর পাশাপাশি সন্ধ্যায় বাউল গানের ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসছেন পুজো দিতে।