ভারত-নেপাল সীমান্তে ১৩টি গরু সহ গ্রেফতার ১

খড়িবাড়ি, ১৪ জানুয়ারিঃ অভিযান চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১৩টি গরু উদ্ধার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের ই-কোম্পানি মদনজোত অন্তর্গত কুটিয়াজোত বিওপির জওয়ানরা।এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।


ধৃতের নাম মহম্মদ ফিরোজ, নকশালবাড়ির ছোটা মনিরামজোত এলাকার বাসিন্দা।আটক গরু এবং ধৃতকে পার্শ্ববর্তী থানার হাতে তুলে দেওয়া হয়েছে।  

জানা গিয়েছে, জওয়ানরা টহল দেওয়ার সময় ভারত-নেপাল সীমান্তের ৮৯ নম্বর পিলার সংখ্যার পাশে নেপাল থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৩টি গরু উদ্ধার করে।


  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *