খড়িবাড়ি, ৩ ফেব্রুয়ারিঃ ভারত-নেপাল সীমান্তে ১৩টি গরু উদ্ধার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
সূত্রের খবর, এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের নেগরাডুব্বা বিওপি’র জওয়ানরা ভারত-নেপাল সীমান্তে নাকা চেকিং এর সময় ১০৪/১১৬ এবং ১০৪/১১৭ নম্বর পিলারের কাছে নেপাল থেকে অবৈধভাবে গরু নিয়ে আসতে দেখেন।এরপর জওয়ানদের দেখেই গরু ছেড়ে নেপালের দিকে পালিয়ে যায় পাচারকারীরা।উদ্ধার হয় ১৩টি গরু।
উদ্ধার হওয়া গরুগুলিকে নিকটবর্তী থানার হাতে তুলে দেওয়া হয়েছে।