জলপাইগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ এনজেপি স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৬ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত।
জানা গিয়েছে, ফের ১৯ ফেব্রুয়ারি তাদের আদালতে তোলা হবে।শুক্রবার ধৃতদের আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছিল।অতিরিক্ত বিচারক মহম্মদ যাফোর পারভেজ পুলিশকে নির্দেশ দেন কেস ডাইরি আদালতে পেশ করতে হবে।এছাড়াও এই ঘটনায় জখমদের মেডিক্যাল রিপোর্ট জমা করারও নির্দেশ দেন বিচারক।
অভিযুক্তদের পক্ষে আইনজীবী সন্দীপ দত্ত বলেন, জামিনের আবেদন করা হয়েছিল।বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।
সরকারি আইনজীবী প্রসুন্দ কুমার রায় বলেন,নিরাপত্তা কর্মী, শ্রমিকদের মারধরের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।