রাজগঞ্জ, ১১ মার্চঃ ১০০ দিনের কাজ দ্রুত শুরু করা সহ ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম সারা ভারত কৃষক সভা।
মঙ্গলবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবার হাসপাতাল মোড় থেকে মিছিল করে বেলাকোবা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্মারকলিপি জমা দেয় সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ এবং খেতমজুর ইউনিয়ন।
এদিন ১০০ দিনের কাজ দ্রুত শুরু, ১০০ দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা, বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার, পিএইচই-র মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়া সহ মোট ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান দেওয়া হয়।