ফুলবাড়িতে ১৪টি গরু সহ গ্রেফতার ২

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ ১৪টি গরু সহ দুজনকে গ্রেফতার করল ফুলবাড়ি বিএসএফ।ধৃত দুজনের নাম মিজানুর শেখ ও খইরুল হক।দুজনের বাড়ি অসমের গৌড়িপুরে।পাচারের কাজে ব্যবহার করা ট্রাকটিকে আটক করা হয়।  


জানা গিয়েছে, শুক্রবার রাতে ফুলবাড়ি সীমান্ত থেকে গরু পাচার করার সময় তাদের গ্রেফতার করে জওয়ানরা।পরবর্তীতে এনজেপি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *