খড়িবাড়িতে ১৪টি গরু উদ্ধার, গ্রেফতার ৬

খড়িবাড়ি, ১৯ ডিসেম্বরঃ ২টি পিক‌আপ ভ্যানে গরু পাচারের আগে ১৪টি গরু উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ৬ জন।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির সিঙ্গিয়া জোত এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুটি পিক‌আপ আটক করে পুলিশ।উদ্ধার হয় ১৪টি গরু।গরুর কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় ৬ জনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতরা হল মহম্মদ সালাম, শিব শঙ্কর রায়, মঞ্জয় রায়, যাদব মন্ডল, হীরালাল রায় ও সহদেব বনিক।ধৃতদের মধ্যে ৩ জন বিহারের ও বাকি ৩ জন খড়িবাড়ির বাসিন্দা।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist