শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ কাউন্সিলর অরবিন্দ ঘোষ প্রয়াত হওয়ার পর দীর্ঘ প্রায় ৫ বছর অভিভাবহীন ছিল শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ড।আর সেই অভিভাবকহীন ওয়ার্ডে অভিভাবক হওয়ার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেতা রঞ্জন সরকার।
প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন রঞ্জন সরকার।তবে এই ওয়ার্ডে বাম, কংগ্রেস, বিজেপি পিছিয়ে নেই কেউ।
প্রচারে কোনো খামতি না রাখলেও নির্বাচনে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রঞ্জন সরকার।তিনি জানান, শুধু তার নিজের জয় নিয়ে নিশ্চিত নয়,শিলিগুড়িও এবার মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হবে।মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলে আশাবাদী তিনি।