বনদপ্তরের অভিযানে উদ্ধার ১,৫০০টি কচ্ছপ, গ্রেফতার চার পাচারকারী

রায়গঞ্জ,৬ ফেব্রুয়ারিঃ বনদপ্তরের অভিযানে উদ্ধার ১,৫০০টি কচ্ছপ।ঘটনায় চার পাচারকারীকে গ্রেফতার করল রায়গঞ্জ বন বিভাগের আধিকারিকেরা।আটক করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি ছোট চারচাকা গাড়ি।


রায়গঞ্জ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রের মাধ্যমে খবর পেয়ে রায়গঞ্জ বন বিভাগ ও উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সদস্যরা শনিবার ভোররাতে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১,৫০০টি কচ্ছপ উদ্ধার করে।কচ্ছপগুলো উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।ওই পিকআপ ভ্যানের পেছনেই একটি ছোট চারচাকা গাড়িতে ছিল চারজন পাচারকারী।তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতরা হল গঙ্গারামপুরের বাসিন্দা যুগল বর্মন, তপন সরকার এবং উত্তর প্রদেশের রাকেশ কুমার ও বিজয় কুমার।ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *